• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

শেখ হাসিনাকে ‘রাজনীতির জাদুকর’ বললেন ওবায়দুল কাদের

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ জুন ২০২৪  

রোববার (২৩ জুন) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যাকে আজকে বলি, তিনি হচ্ছেন ম্যাজিশিয়ান অব পলিটিক্স। আজকে আমি বলব এই দেশে আল্লাহ পাকের ইচ্ছায় দুটি লেগাছি সৃষ্টি হয়েছে। একটা হলো বঙ্গবন্ধু, তিনি নেই তার কন্যা আছেন। আরেকটা লেগাছি আমাদের অর্থনীতির মুক্তি; যা ধারণ করে আছেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার সবচেয়ে কীর্তি নিজের টাকায় পদ্মা সেতু। বিশ্বব্যাংক আমাদের চোর অপবাদ দিয়ে সরে গিয়েছিল। সেদিন বঙ্গবন্ধুকন্যা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আমি নিজের টাকায় পদ্মা সেতু করব। তিনি প্রমাণ করেছেন, আমরা বীরের জাতি, আমরাও পারি।’

তিনি আরও বলেন, ‘আসুন আমরা সবাই মিলে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করি। ষড়যন্ত্র চলছে। আজকে একটি দল অন্তর জ্বালায় জ্বলছে। জ্বালারে জ্বালা, অন্তর জ্বালা। ওরা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। ওরা পূর্ণিমার রাতে অমাবস্যার অন্ধকার দেখে। ওরা উন্নয়ন দেখতে পায় না।’

ওবায়দুল কাদের বলেন, ‘তারা আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রু। তারা আমাদের দেশে স্বৈরশাসন কায়েম করেছিল। মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসনে পাঠিয়েছিল। ১৫ ও ২১ আগস্টের মাস্টারমাইন্ড তারা। সেই অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের এই বাংলাদেশে আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। সেই অর্জনের জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আজকের খুলনা