• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

সেন্টমার্টিন ইস্যুতে ফখরুলদের ফাঁদে পা দেবে না সরকার: কাদের

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ জুন ২০২৪  

ঈদ স্বস্তিদায়ক হলেও নিত্যপণ্যের দাম নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন সড়ক  পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে কথা জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে  অনিষ্পন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। সেন্টমার্টিন ইস্যুতে ফখরুলদের ফাঁদে পা দেবে না বলে জানান ওবায়দুল কাদের।
সচিবালয়ে বুধবার (১৯ জুন) ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের মন্ত্রী জানান, এবার ঈদ যাত্রায় ভোগান্তি কম হয়েছে। তবে ফিরতি যাত্রায় দুর্ঘটনার শঙ্কা রয়েছে। সড়কে শৃঙ্খলা নিশ্চিতে সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। 

এসময় প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতের সাথে অনেক সমস্যার সমাধান হয়েছে। আশা করা যায় অন্য সমস্যার সমাধান সম্ভব হবে। 

দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে- বিএনপির এমন অভিযোগ সঠিক নয় দাবি করে ওবায়দুল কাদের বলেন, যুদ্ধ নয়, আলোচনায় সমস্যার সমাধান করবে সরকার। 

মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফিরিস্তি তুলে দরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, বিদেশি সাহায্যের প্রকল্পে অর্থ সংকট রয়েছে। তাই এসব প্রকল্পে কাজের অগ্রগতি বেশ কম। 

আজকের খুলনা