• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

কয়রায় রেড ক্রিসেন্টের খাদ্যসামগ্রী ও তারপলিন বিতরণ

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪  

কয়রায় উত্তর বেদকাশি ও দক্ষিণ বেদকাশিতে ঘূর্ণিঝড় রেমাল এ ক্ষতিগ্রস্থ ৩১০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও তারপলিন বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১ টায় উত্তরবেদকাশি ইউনিয়ন পরিষদ মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের মাধ্যমে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটের ভাইস চেয়ারম্যান জোবায়ের আহম্মেদ খান জবা এর সভাপতিত্বে ও সাবেক জেলা ইউনিট লিডার আব্দাল্লাহ আল মাহমুদ মুহিতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা প্রেসক্লাবের সভাপতি এসএম হারুন অর রশীদ। উপজেলা যুব রেড ক্রিসেন্টের আল আমিন ফরহাদ সহ জেলা, উপজেলা পর্যায়ের যুব সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ৩১০ টি পরিবারের মাঝে ফুড প্যাকেজে ছিল চাউল সাড়ে ৭ কেজি, ডাউল ১ কেজি, সুজি, ৫০০ গ্রাম, চিনি ১ কেজি, তৈল ১ লিটার, লবণ ৫০০ গ্রাম, বিশুদ্ধ ১ লিটার পানি ও তারপলিন ১টি।

আজকের খুলনা