• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

পাইকগাছায় প্রতিবন্ধীমা-ছেলেকে ঘরনির্মাণ করে দিলেন ইউপি চেয়ারম্যান

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪  

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের প্রতিবন্ধী স্ত্রী ও সন্তানের জন্য একটি পাকা ঘর নিজস্ব অর্থায়নে নির্মাণ করে দিয়েছেন ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। বিধবা ফরিদা বেগম ও ছেলে মুন্না দুজনেই প্রতিবন্ধী ও অসুস্থ। অসহায় ও মানবেতর জীবনযাপন করছিলেন তারা। মাথা গোঁজার ঘরটিও ছিল খুবই জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী। এমন দুর্দশা লাঘবে চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন তাদের বসতভিটার জায়গায় ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে একটি নতুন পাকা ঘর নির্মাণ করে দেন। সোমবার সকালে ঘরটি তাদের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন জানান, আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন মানব কল্যাণে কাজ করতে চাই।

আজকের খুলনা