• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

পাইকগাছার ৪ ইউপিতে বাজেট প্রণয়নে সফলতা

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪  

খুলনার পাইকগাছার চারটি ইউনিয়ন পরিষদে ডরপ সংস্থার ইভলভ প্রকল্প হেলভেটাস বাংলাদেশ ও ইউরোপিয়ানের খাতওয়ারি বাজেট প্রণয়নে সফলতা পেয়েছে। এক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে কপিলমুনি, গদাইপুর, রাড়ুলি ও গড়ইখালী ইউনিয়নে ২০২২ সাল থেকে হেলভেটাস বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন বাজেট প্রণয়নে সহায়তা করে আসছে।

ইউনিয়ন পরিষদের বাজেটে অর্থবৃদ্ধির জন্য প্রস্তুতি সভা, কর ও সেবা মেলার জন্য প্রকল্পের সিএসও এবং সিবিএ সহায়ক ভূমিকা পালন করছে। রাড়ুলি ইউপি সচিব সঞ্জীব কুমার ঘোষ বলেন, ‘২০২৩-২৪ অর্থবছরে কর আদায় হয়েছে ৭ লাখ ২৪ হাজার ৬০০ টাকা। যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ৩ লাখ টাকা।’ 

গড়ইখালী ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু বলেন, ‘পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীর জন্য পৃথক খাত সৃষ্টি করে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। ফলে দুই বছর পূর্বে ২০ ভাগ পিছিয়ে পড়া নারীরা যে সেবা পেত বর্তমানে প্রায় ৫০ ভাগ নারী পরিষদের মাধ্যমে ৩৯টি সেবা পাচ্ছে। বাজেটে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে মহিলা, যুব ও শিশু খাতে, মাতৃদুগ্ধ কর্নার সেবা ও প্রতিবন্ধীদের, ঋতুকালীন স্বাস্থ্য সুরক্ষা খাত উল্লেখযোগ্য। গাছের চারা, ঝরে পড়া স্কুলশিক্ষার্থীদের জন্য বাইসাইকেল ও স্কুলব্যাগ, নারীদের জন্য সেলাই মেশিন, দুর্যোগ ও ত্রাণ খাতে পৃথক বরাদ্দ রাখা হয়েছে। 

সিএসও নেটওয়ার্ক উপজেলা দলের সদস্য ছন্দা সুলতানা বলেন, ‘উন্মুক্ত বাজেট সভায় পিছিয়ে পড়া নারীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।’ ডরপ ইভলভ সমন্বয়কারী প্রতিভা বিকাশ বলেন, ‘চারটি ইউনিয়ন পরিষদ জলবায়ু সংবেদনশীল ও জেন্ডারবান্ধব নীতি, অর্থায়ন ও তা বাস্তবায়নে বিশেষ অবদান রাখছে। অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীর।’ 

আজকের খুলনা