• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

তেরখাদায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪  

তেরখাদা প্রতিনিধিঃ ২০২৩-২৪ অর্থবছরে  রোপা আমন ধানের উফসি জাতের উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও  প্রান্তিক কৃষকদের চাষাবাদে সহায়তার জন্য প্রণোদনার বিনামূল্যে  বীজ ও রাসায়নিক সার সরবরাহ কর্মসূচির আওতায় গত ১২ জুলাই দুপুর ১২ টার দিকে  উপজেলা পরিষদের হলরুমে ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষকদের  মধ্যে ৫কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। ৩ শতাধিক কৃষকের মাঝে এদিনে বীজ ও সার বিতরণ করা হয়।

  এ উপলক্ষে এক অনুষ্ঠান  উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান মুসাল্লী, অফিসার  ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম ওবায়দুল্লাহ বাবু, মহিলা চেয়ারম্যান শামীমা আক্তার বিথী। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি  অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার।উপজেলা  প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহেল রানার সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান  যথাক্রমে এফ এম অহিদুজ্জামান, কে এম আলমগীর হোসেন, এস এম দ্বীন ইসলাম(সাময়িক বরখাস্ত কৃত),  শেখ মোঃ মোহসিন ও বুলবুল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা  চৌধুরী আবুল খায়ের, উপজেলা প্রাণিসম্পদ অফিসার  প্রিয়াঙ্কার কুন্ডু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ  সাইদুজ্জামান,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা, উপজেলা সমাজসেবা অফিসার শেখ মোঃ মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা। অনুষ্ঠানে এছাড়া ও বিভিন্ন দপ্তরের অফিসার, সাংবাদিক, শিক্ষক,  মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার জানান, এবারে আমন আবাদ লক্ষ্যমাত্রা ৯৫৫ হেক্টর।

আজকের খুলনা