• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে বটিয়াঘাটায় সংবাদ সম্মেলন

আজকের খুলনা

প্রকাশিত: ১০ জুলাই ২০২৪  

জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে বটিয়াঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আবুল কালাম। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত হেতালবুনিয়া মৌজার এস এ ৭৩,৭৪,৮১,৮৩ নং খতিয়ানে ২১০,২০৯,১৪৪,১৫৪,১৬৪,১৯০ নং দাগে আমার প্রাপ্ত মোট ১৬ একর জমি যা আমরা ভোগ দখল করে আসছি । বিবাদীরা আমাদের কাছ থেকে ৩ একর জমি ক্রয় করে। চলমান জরিপে আমাদের নামে ২ একর জমি রেকর্ড হয়। আমাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করলে আমি বিবাদীদের বিরুদ্ধে গত ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখে এডিএম কোর্টে একটি ১৪৪-১৪৫ ধারামতে মামলা দায়ের করি। আমার জমিতে ধানসহ বিভিন্ন ধরনের ফসলাদি উৎপাদন করে আসছিলাম। হটাৎ করে বিবাদীরা আমার জমিতে থাকা আমার নামের দেওয়া সাইনবোর্ড ভেঙে ফেলে দেয় এবং জমির চারপাশের ঘেরা বেড়া ভেঙে আমার জমি দখল করে নেয়। আমি বাঁধা দিতে গেলে আমাকে মারতে আসে এবং প্রতিপক্ষের শামিম নামে একজন আমাকে জানে মেরে ফেলার হুমকি দেয়। এবিষয়ে আমি থানায় একটি সাধারণ ডায়েরি করি। 
তিনি বলেন আগে থেকে আমার বাবার নামে রেকর্ড থাকা সত্তে¡ও নায়েব কৃষ্ণ ও বাবুল আক্তার আমাকে বলে তোর খাজনা নেব না। আমার প্রতি পক্ষ নিখিল ওসি আমার বাবার রেকর্ডের খাতার পাতা নায়েবদের ঘুষ দিয়ে ছিঁড়ে ফেলেছে। এছাড়া নিখিল ওসি যে দাগে জমি কিনেছে সে দাগে না যেয়ে আমাদের দাগের জমি জোরপূর্বক দখল করে বসে আছে। প্রতিপক্ষরা অনেক প্রভাবশালী। ওনার ছেলে একজন ইউএনও। সেই সুবাদে সে আমাকে অপরিচিত লোক দিয়ে বিভিন্ন হামলা মামলার হুমকি দিয়ে চলেছে। তাদের ভয়ে আমি প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছি। আমার বাবার জমিতে এখন আমি যেতে ভয় পাচ্ছি। আমি এখন নিরুপায় হয়ে আপনাদের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকলের সাহায্য কামনা করছি।

আজকের খুলনা