• সোমবার ০১ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৭ ১৪৩১

  • || ২৩ জ্বিলহজ্জ ১৪৪৫

আজকের খুলনা

অবৈধভাবে তোলা হচ্ছে বালি-পাথর, গতিপথ বদলে ভয় ধরাচ্ছে ডুমুরিয়া

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ জুন ২০২৪  

অবৈধভাবে বালি-পাথর চুরির জেরে ডুমুরিয়া নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। শুক্রবার খড়িবাড়ির(Khoribari) ফুলবাড়ি চা বাগানের আম্বা লাইনে ডুমুরিয়া নদীর জলের তোরে ধসে গিয়েছে একটি বাড়ি। ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি, খড়িবাড়ি বিডিও সহ মহকুমা সেচ দপ্তরের আধিকারিকরা। পাহাড়ি ডুমুরিয়া নদীর(Dumuria River) গর্ভে চলে যাচ্ছে ঘর, জমি। আতঙ্কে দিন কাটাচ্ছেন খড়িবাড়ির ফুলবাড়ি চা বাগানের আম্বা লাইনের চা শ্রমিকরা। আম্বা লাইনের পাশ দিয়েই বয়ে গিয়েছে ডুমুরিয়া। আর বর্ষায় জল বাড়লে কিংবা পাহাড়ে বৃষ্টি জলে ডুমুরিয়া নদী ভয়াবহ রূপ ধারণ করে। এভাবে বৃষ্টি বাড়লে আরও ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে বলে জানান স্থানীয় বাসিন্দারা। নদীতে স্থায়ী বাঁধের দাবি জানান এলাকার সকলে।

স্থানীয়দের দাবি, প্রায় পাঁচ বছর ধরে বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। একবার পাথরের বাঁধ বানানো হয়েছিল, কিন্তু তা জলের তোড়ে ভেঙে যায়। নদী থেকে অবৈধভাবে বালি তোলার জেরে নদীর ভাঙন বৃদ্ধি পেয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের। এদিন পরিদর্শনে আসা আধিকারিকরা নদীর পাড়ের ৫টি পরিবারকে অন্যত্র সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। এছাড়া খড়িবাড়ি বিডিও অফিসের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাবার ও ত্রিপল দেওয়া হয়েছে।


বালি মাফিয়াদের দৌরাত্ম্য ঠেকাতে বিএল‌আর‌ও এবং পুলিশকে জানিয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। তিনি বলেন, ‘বালির বস্তা দিয়ে আপাতত বাঁধ দেওয়া হবে। পাহাড়ে বৃষ্টি হলে সমস্যা বাড়বে। সেচ দপ্তরকে জানানো হয়েছে। বালি তোলার বিষয়টি নিয়ে পুলিশকে জানানো হয়েছে। অবৈধ বালি তোলা হলে ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশ পিকেটিং করা হবে।

আজকের খুলনা
আজকের খুলনা