• সোমবার ০১ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৭ ১৪৩১

  • || ২৩ জ্বিলহজ্জ ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচনে হেরে মারপিট

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ জুন ২০২৪  

পাইকগাছায় মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচনে হেরে প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার গড়ইখালীর ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসির উদ্যোগে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত সোমবার স্থানীয় ফকিরাবাদ শান্তা নূরুল হক দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির অভিভাবক পদে নির্বাচন হয়। ওই নির্বাচনে শাহিন নামে এক ব্যক্তি নির্বাচন করে এবং নির্বাচনে ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ হোসেনকে শাহিনের পক্ষে কাজ করার জন্য বলে। কিন্তু তিনি রাজি না হওয়ায় শাহিন নির্বাচনে হেরে ওই রাতেই প্রধান শিক্ষক মাহমুদ হোসেন কে মারপিট করে জখম করে। পরে স্থানীয়রা প্রধান শিক্ষককে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা অবনতি হলে খুলনা মেডিকেল কলেজে নেয়া হয়। এদিকে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসি বিক্ষোভ সমাবেশ শেষে মানববন্ধন করে নৃশংস হামলার সাথে জড়িত শাহিনকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক মাহবুবুর রহমান, দেবাশিষ মন্ডল, মৎস্যজীবি লীগ নেতা হামিম সানা, শিক্ষার্থী রাকিবুল ইসলাম, মারুফা খাতুন প্রমুখ। উপস্থিত ছিলেন স্থানীয় কামাল গাজী, মতলেব ঢালী, আব্দুল আজিজ সরদার, লুৎফর রহমান, তৈয়েবুর রহমান, হাকিম মোড়ল, মতলেব গাজী, শফিকুল ইসলাম, রাসেল, সবুজ, ইনারুলসহ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা