• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ জুন ২০২৪  


বিভাগীয় পর্যায়ে মসজিদের ইমাম, খতিব ও আলেমা-ওলামাদের নিয়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক নিরসন’ শীর্ষক আলোচনা সভা আজ (বুধবার) দুপুরে খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ফিরোজ শাহ।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ইমাম, খতিব ও আলেম-ওলামাগণ হলো ধর্মীয় ও সামাজিক নেতা। সমাজে তাদের কথা সকলে মন দিয়ে শোনেন। ইসলাম ধর্মকে ইতিবাচকভাবে সমাজের মানুষের কাছে প্রচার ও বিষয়ভিত্তিক আলোচনা করতে হবে। আলেম-ওলামারা সমাজের একটি গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, এটা আপনাদের অনুধাবন করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে সচেতন করে তুলতে হবে। তিনি আরও বলেন, ইসলামের সঠিক আদর্শ ও শিক্ষার প্রচার-প্রসারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি মোঃ হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ও খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ জালাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফ আলী। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

আজকের খুলনা