• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

আজকের খুলনা

দিঘলিয়ার সেনহাটিতে দুর্র্ধষ চুরি সংঘটিত

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ জুন ২০২৪  

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের কাটানীপাড়া নিবাসী মোঃ আবুল হোসেনের বাড়ির গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে চোর চক্র নগদ ১০ হাজার টাকা আলমিরা থেকে নিয়ে অবাধে পালিয়ে যায়। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার  গভীর রাতে এ ঘটনা ঘটে। আবুল হোসেনের পরিবার ঘরের মূল গেটে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে চোর চক্র তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ব্যাগ থেকে ১ হাজার ও আলমিরা থেকে ৯ হাজার মোট ১০ হাজার টাকা নিয়ে অবাধে পালিয়ে যায়। ভোর বেলা ঘুম থেকে উঠে তালা ভাঙ্গা দেখে ব্যাগ ও আলমিরা খুলে দেখতে পান টাকা নেই। 

আবুল হোসেনের পরিবারের পক্ষ থেকে সেনহাটি ফাঁড়িকে অবহিত করলে এএসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য এ কাটানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্টার জুট মিলের ২ নং গেট পর্যন্ত বহিরাগত এক কিশোর গ্যাংয়ের গভীর রাত পর্যন্ত আড্ডারত থাকে। এ ব্যাপারে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছে। এর আগেও এ এলাকায় একাধিক অপরাধ সংঘটিত হলেও পুলিশ কোনো অপরাধের কূল কিনারা করতে পারেনি। 

এক সূত্র থেকে জানা যায়, এ কিশোর গ্যাং এলাকার প্রভাবশালী মহলের পৃষ্ঠপোষকতায় এ চক্র বেপরোয়া।

আজকের খুলনা
আজকের খুলনা