• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

তেরখাদায় দুর্যোগ ব্যবস্থাপনায় শক্তিশালী করণ বিষয়ক প্রশিক্ষণ

আজকের খুলনা

প্রকাশিত: ২২ জুন ২০২৪  

তেরখাদা প্রতিনিধিঃ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় গত ২০ জুন সকাল ১০টার দিকে ২০২৩-২৪ অর্থবছরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এস ও ডি এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইউনুস আলী। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহেল রানা এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে কৃষ্ণ মেনন রায়, শেখ মোঃ মোহসিন ও বুলবুল আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোলেনা খাতুন,উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ আব্দুর রউফ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, উপজেলা জনস্বাস্থ্য উপ- সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, উপজেলার দারিদ্র বিমোচন অফিসার অরুফা খাতুন, শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম, মাওলানা ফয়জুল্লাহ ইউপি মেম্বার জাহাঙ্গীর মুন্সি ও সমিরন নেছা। প্রশিক্ষণে এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার, ইউপি মেম্বার ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আজকের খুলনা