• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

দিঘলিয়ায় জেলেদের বিকল্পকর্মসংস্থান উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরন

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪  

২০২৩-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় খুলনার দিঘলিয়া উপজেলায় ১৬ জন ইলিশ জেলেকে বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়।

সোমবার (২৫ মার্চ) উপজেলা অডিটোরিয়ামের সামনে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এ সকল ইলিশ জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন। বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার, সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেলসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুফলভোগী মৎস্যজীবী ও স্থানীয় এলাকাবাসী।

আজকের খুলনা