• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

সরকারি হাসপাতালে চেকআপ করাতে গিয়ে লিফটে আটকা ২ দিন

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪  

স্বাস্থ্য পরীক্ষা করাতে সরকারি হাসপাতালে গিয়েছিলেন এক ব্যক্তি। সেখানে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফলে বাধ্য হয়ে পরিবারের সদস্যরা পুলিশের দ্বারস্থ হয়। তবে দুদিন পর ওই হাসপাতাল থেকেই বেরিয়ে আসেন তিনি। এই দুদিন তিনি হাসপাতালের একটি লিফটে আটকা ছিলেন।  চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায়।

জানা গেছে, ৫৯ বছর বয়সী রবীন্দ্রন নায়ার গত দুই দিন ধরে তিরুবনন্তপুরমের একটি হাসপাতালের লিফটের ভেতরে আটকে ছিলেন এবং সোমবার সকালে লিফটটি রুটিন কাজের জন্য চালু করার পরে তাকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

পুলিশ জানিয়েছে, উলুরের বাসিন্দা রবীন্দ্রন দোতলায় যাওয়ার জন্য লিফটে উঠেন। কিন্তু লিফটটি নিচে নেমে আর খোলেনি। তিনি সাহায্যের জন্য চিৎকার করেন। কিন্তু কেউ আসেনি। তার ফোনটিও বন্ধ ছিল।

কর্মকর্তারা বলছেন, সোমবার সকালে লিফট অপারেটর রুটিন কাজের জন্য এটি চালু করার পর বিষয়টি সামনে আসে। এর আগে রোববার রাতে ওই ব্যক্তির পরিবার মেডিকেল কলেজ থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করেন।

আজকের খুলনা