• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার অতীত ঘটনা

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪  

ট্রাম্পের ওপর গুলি হামলার ঘটনায় তোলপাড় পুরো বিশ্ব। তবে মার্কিন কোনো প্রেসিডেন্টের ওপর হামলার ঘটনা এটাই প্রথম নয়, এর আগেও দেশটির বেশ কয়েকজন রাজনীতিবিদের ওপর এমন হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে রাজনৈতিক সহিংসতায় ১৯৬৩ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি সহ চার মার্কিন প্রেসিডেন্টকে হত্যা করা হয়। এছাড়া ১৯৮১ সালে একটি নির্বাচনী সমাবেশে হামলার শিকার হন সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। তিনিও ট্রাম্পের মতো সেদিন বেঁচে গিয়েছিলেন।
 

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার দেশটিতে এমন হামলার ঘটনা ঘটেছে। গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্রও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হামলা এবং সহিংস বিক্ষোভ প্রত্যক্ষ করেছে। এখানে কয়েকটি প্রধান ঘটনা উল্লেখ করা হলো- ২০১১ সালের ৮ জানুয়ারি ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান গ্যাবি গিফোর্ডস অ্যারিজোনায় এক হামলাকারীর গুলিতে আহত হয়েছিলেন। ওই ঘটনায় তখন নিহত হন আরও ছয় ব্যক্তি।

এর পরের ঘটনাটি ঘটে ২০১৭ সালের ১৪ জুন।
কংগ্রেসের বার্ষিক একটি সমাবেশে হামলা করে এক বন্দুকধারী। এতে তৎকালীন রিপাবলিকান হাউস মেজরিটি হুইপ স্টিভ স্কালিসকে আহত হন।

 

২০১৭ সালের ১২ আগস্ট মার্কিন অঙ্গরাজ্য ভার্জিনিয়ার শার্লটসভিলে একটি অতি-ডানপন্থী সমাবেশে এক শ্বেতাঙ্গ ট্রাক হামলা চালায়। এতে সেখানে ওই ট্রাকে পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হন।
পরের ঘটনাটি ঘটে ২০২২ সালের ২৮ অক্টোবর। ওইদিন এক ব্যক্তি ক্যালিয়োর্নিয়ায় তৎকালীন ডেমোক্র্যাটিক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এবং তার স্বামীর ওপর হামলা হয়। সেদিন ন্যান্সির নিজ বাড়িতে তার স্বামীকে হাতুড়ি দিয়ে আক্রমণ করে ওই হামলাকারী।

আজকের খুলনা