• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

ব্রেকিংদ্য সাইলেন্স এর প্রকল্পএলাকা পরিদর্শন করলেন,হুসাইন শওকত

আজকের খুলনা

প্রকাশিত: ৯ জুলাই ২০২৪  

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এর সহযোগিতায় ইয়াং ওমেনস ইকোনোমিক ইম্পাওয়ারমেন্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. হুসাইন শওকত।

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের নারী উদ্যোক্তাদের কার্যক্রম পরিদর্শন, মতবিনিময় এবং মেন্টর হিসেবে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন তিনি। তিনি তার বক্তব্যে বলেন একটা ইউনিক আইডিয়া ছোট একটা ব্যবসাকে অল্প সময়ের মধ্যে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে।

এজন্য উদ্ভাবনী ধারনা এবং ব্যবসা সম্পর্কে সাম্যক ও তথ্যবহুল জ্ঞান থাকা প্রয়োজন। প্রত্যন্ত অঞ্চলের যুব নারীরা উদ্যোক্তা হিসেবে এগিয়ে এসেছেন এটি একটি প্রসংশনীয় দিক। একাজে সহায়তা করার জন্য তিনি ব্রেকিং দ্য সাইলেন্সকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মতবিনিময় শেষে তিনি তার আলোচনা এবং সমসাময়িক বিষেয়ের উপর কুইজ সেশন পরিচালনা করেন। এছাড়া তিনি সঠিক উত্তরদাতার হাতে পুরস্কার তুলে দেন।

এসময় ব্যবসায়ী দল হিসেবে উপস্থিত ছিলেন, রুপালী হ্যান্ডিক্রাফ্ট, বাঁশ বেতের শিল্প এবং হাতে ভাজা মুড়ির রাজা।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা এর অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য যে, ১৮ থেকে ২৫ বছর বয়সী নারীদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলায় উক্ত প্রকল্পটি বাস্তবায়নাধীন রয়েছে।

আজকের খুলনা