• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

আজকের খুলনা

সাংবাদিক লাঞ্ছনায় সাতক্ষীরা পৌরসভার সিইওর নামে মানহানির মামলা

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ জুন ২০২৪  

সাংবাদিক মুনসুর রহমানকে লাঞ্ছিত করার ঘটনায় সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দিনের নামে আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সাপ্তাহিক সূর্যের আলোর বার্তা সম্পাদক মুনসুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা আমলি আদালত-১ এ দণ্ডবিধি ৫০০ ধারায় মামলাটি দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে বিচারক এসএম আশিকুর রহমান পিবিআইকে তদন্ত করে ১৫ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী সুধান্য কুমার সরকার জানান, সংবাদ প্রকাশের জেরে ২ জুন সাংবাদিক মুনসুর রহমানকে পৌরসভায় ডেকে নিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠে পৌরসভার সিইও নাজিম উদ্দীনের বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিক মুনসুর রহমান এক নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেছেন। মামলা নম্বর সিআর-৬৭৪/২৪। বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআই, সাতক্ষীরার সহকারী পুলিশ সুপারকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, সিরিয়াল সাংবাদিক নিপীড়নকারী হিসেবে দেশব্যাপী সমালোচিত সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দিনকে সম্প্রতি ভোলায় বদলির আদেশ দেওয়া হয়েছে। বদলি ঠেকাতে দৌড়ঝাঁপ শুরু করেছেন তিনি।

আজকের খুলনা
আজকের খুলনা