• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

বেনাপোল-খুলনাগামী কমিউটার ট্রেনে পাথর নিক্ষেপকারী ৩ জন গ্রেফতার

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪  

বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনে পাথর নিক্ষেপে ক্ষতিগ্রস্ত হওয়ায় দায়েরকৃত মামলায় ৩ জনকে গ্রেফতার করে খুলনা রেলওয়ে পুলিশ। খুলনা রেলওয়ে জেলাধীন মন্ডলগাতী (প্রশাসনিক জেলা যশোর) এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা কে বা কারা পাথর ছুরে মারায় ট্রেনের বাহিরে এবং ভিতরে ক্ষতিগ্রস্ত হয়।
আসামিরা হলেন যশোরের মন্ডলগাতী আদর্শপাড়ার মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ নুর হোসেন (১৯), একই এলাকার মোঃ শরিফুল ইসলামের ছেলে মোঃ তুফান ওরফে পারভেজ (১৩) ও মন্ডলগাতী কৃষ্ণ বাটির মোঃ বাবলু গাজীর ছেলে মোঃ শিহাব হোসেন (১৫)।  

খুলনা রেলওয়ে পুলিশ জানায়, গত ১২ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে  বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেন খুলনা রেলওয়ে জেলাধীন মন্ডলগাতী (প্রশাসনিক জেলা যশোর) এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা কে বা কারা পাথর মেরে ট্রেনে ক্ষতিগ্রস্ত করে। এ বিষয়ের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার মোঃ রবিউল হাসানের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে যশোর ডিবি এবং রেলওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ও সঙ্গীয় ফোর্সসহ এক সাঁড়াশি অভিযান চালানো হয়। এ সময় ট্রেনে পাথর নিক্ষেপকারীদের শনাক্ত করা হয় তারই ধারাবাহিকতায় ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়। ঘটনার সাথে জড়িত আরও কয়েকজন ব্যক্তির তথ্য পাওয়া গিয়েছে। তাদেরকেও গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে।

আজকের খুলনা