• বুধবার ০৩ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৯ ১৪৩১

  • || ২৫ জ্বিলহজ্জ ১৪৪৫

আজকের খুলনা

দলিত’র উদ্যোগে চেঞ্জ এজেন্টদের ব্যবসায় সহযোগীতা প্রদান

আজকের খুলনা

প্রকাশিত: ১ জুলাই ২০২৪  

চেঞ্জ এজেন্ট এবং গ্রুপ সদস্যদের জীবন মান উন্নয়নে ব্যবসার সহযোগীতায় আইজিএ সহায়তা প্রদান করা হয়েছে। প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে বিপদাপন্ন জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন- প্রকল্পের অধিন, বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে, দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড’র সহযোগীতায় শনিবার (২৯ জুন) দুপুরে চুকনগর দলিত হাসপাতাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। দলিত’র নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) শিব প্রসাদ দাস’র সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন।
দলিত’র সোশ্যাল মোবিলাইজার রুমা আক্তার’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে দলিত’র ম্যানেজার অডিট এন্ড মনিটরিং উত্তম কুমার দাস, হেড অব প্রোগ্রাম (ঐ্খ) নিতাই চন্দ্র দাস, ম্যানেজিং ডিরেক্টর দলিত ল্যাবরেটরিজ প্রভাষ কুমার দাস, ফাইনান্স এন্ড এডমিন প্রদিপ কুমার দাস ও কৃষ্ণপদ দাস, প্রোগ্রাম ম্যানেজার আবু হাসনাত, কম্পিউটার ফ্যাসিলিটেটর পবিত্র দাস ও বাধন পাল, টেকনিক্যাল সাপোর্ট অফিসার আনজুমান-আরা, সোশ্যাল মোবিলাইজার সুশান্ত কুমার দাস, হাব অপারেটর দেবব্রত দাস ও শাহারিয়ার বাপ্পি প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় দালিত ও অনগ্রসর ৩০ জন উপকারভোগীদের মাঝে আইজিএ সহায়তা প্রদানের মাধ্যমে ব্যবসা শুরু করা/স্থায়ী করনের মাধ্যমে জীবনমান উন্নয়নের উপর ইতিবাচক, নেতিবাচক দিকসমূহ তুলে ধরা হয়।
 

আজকের খুলনা
আজকের খুলনা