• সোমবার ০১ জুলাই ২০২৪ ||

  • আষাঢ় ১৭ ১৪৩১

  • || ২৩ জ্বিলহজ্জ ১৪৪৫

আজকের খুলনা

জনশুমারি ও গৃহগণনা-২০২২’র খুলনা জেলার রিপোর্ট প্রকাশ

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ জুন ২০২৪  

জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর খুলনা জেলা রিপোর্ট প্রকাশ বৃহস্পতিবার দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম-পরিচালক মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খান।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, উন্নত দেশ গড়তে জনশুমারি ও গৃহগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। জনশুমারি ও গৃহগণনায় অন্তর্ভুক্ত হওয়া সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। দেশে এটি ষষ্ঠ জনশুমারি হলেও ডিজিটাল পদ্ধতিতে এই প্রথম গণনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনশুমারি একটি দেশের জনসংখ্যার সরকারি গণনা হিসেবে গণ্য করা হয়। ভোটার তালিকা তৈরির কাজেও জনশুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

আরও বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রথম জনশুমারি কার্যক্রম চালু হয়। জনশুমারি ও গৃহগণনা-২০২২ প্রাথমিক প্রতিবেদন অনুসারে দেশের প্রায় প্রতিটি সেক্টরে অগ্রগতি হয়েছে। স্বাক্ষরতার হার ব্যাপক সাফল্য অর্জন করেছে, বিদ্যুৎ সুবিধা পাচ্ছে শতভাগ মানুষ। নির্ভরতার হার কমেছে এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারের বিপ্লব ঘটেছে দেশে।

অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এ জেড এম তৈমুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমান, খুলনা রেলওয়ের পুলিশ সুপার প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলার সরকারি কর্মকর্তারা অংশ নেন।

আজকের খুলনা
আজকের খুলনা