• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

আজকের খুলনা

বিএনএসবি চক্ষু হাসাপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান : সিটি মেয়র

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ জুন ২০২৪  

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদেরকে সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহŸান জানিয়েছেন। তিনি চিকিৎসা সেবাকে মহৎ পেশা হিসেবে উলে­খ করে বলেন বিএনএসবি চক্ষু হাসাপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান। রোগীদের সেবাদানের ক্ষেত্রে সকলে স্ব স্ব দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করলে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে স্বাবলম্বী হবে। আর আর্থিকভাবে স্বাবলম্বী হলে হাসপাতালটির যুগোপযোগী উন্নয়ন করাও সম্ভব হবে বলে তিনি উলে­খ করেন।  
সিটি মেয়র মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতাল অডিটরিয়ামে চিকিৎসক ডাঃ মোঃ আবুল কালাম আজাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নবীন এ চিকিৎসক ডিও কোর্সে সুযোগ পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। 

খুলনা বিএনএসবি চক্ষু হাসাপাতাল-এর পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন হাসপাতাল পরিচালনা কমিটির ট্রেজারার ডাঃ সৈয়দা লুৎফুন নাহার, কমিটির সদস্য ও কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য এড. মেমরী সুফিয়া রহমান শুনু, বিএম আব্দুস সালাম, শেখ মোয়াজ্জেম হোসেন, মোঃ হারুনার রশীদ ও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সাইফুর রহমান। হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা