• বুধবার ২৬ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১২ ১৪৩১

  • || ১৮ জ্বিলহজ্জ ১৪৪৫

আজকের খুলনা

কোরবানির বর্জ্য আট ঘণ্টায় অপসারণ করবে কেসিসি

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ জুন ২০২৪  

আসন্ন ঈদুল আযহায় আট ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। ঈদের দিন দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করতে সব কাউন্সিলরকে নির্দেশ দিয়েছেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সুষ্ঠুভাবে কাজ করতে কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা শাখার সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
কেসিসি সূত্রে জানা যায়, সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে মোট ৮৫০ জন শ্রমিক-কর্মচারী বর্জ্য অপসারণে কাজ করবেন। এ কাজে কেসিসির বিভিন্ন আকারের ৭৬টি ট্রাক, গার্বেজ লোডার, পে-লোডার ও যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে।

কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান জানান, কোরবানির বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। ঈদের দিন দুপুর ২টা থেকে শুরু করে রাত ১০টার মধ্যেই কোরবানির পশুর উচ্ছিষ্টাংশ অপসারণ করে রাজবাঁধের ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হবে। ঈদের পরদিন ও তৃতীয় দিনও শ্রমিকরা নগরীতে কাজ করবেন।

আজকের খুলনা
আজকের খুলনা